ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৩:২৪ অপরাহ্ন

রাজশাহীর ১৫৫টি কেন্দ্রের ১৪৮টিই ‘গুরুত্বপূর্ণ’

  • আপডেট: Wednesday, June 21, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশে আমরা স্মার্ট শব্দ ব্যবহার করব।

আমরা কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিহীন বলব না। আমরা গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র বলছি।

সেই হিসেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮টিই গুরুত্বপূর্ণ কেন্দ্র।

মঙ্গলবার সকালে তিনি এসব কথা জানান।

এদিকে রাসিক নির্বাচনকে কেন্দ্র করে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য নিয়োজিত রাখার সিদ্ধান্ত হয়েছে। থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা।

পুলিশ ছাড়াও থাকছে র‌্যাব, বিজিবি, আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গেছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, রাসিক নির্বাচনে ২৫০ র‌্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এখানে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৩০টি ওয়ার্ডে ৩০ জন ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

সোনালী/জেআর