ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

শিরোনাম

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ এমপি বাদশার

  • আপডেট: Wednesday, June 21, 2023 - 1:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ পরিবেশ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আজ বুধবার বেলা ১২টায় নগরীর জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এই মনোভাব প্রকাশ করেন।

ফজলে হোসেন বাদশা বলেন, “ভোটের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। ইভিয়েম নিয়ে মানুষের মাঝে যে কনফিউশন ছিল, তা এখন থাকার কথা নয়। কারণ, আমি যাকে ভোট দিলাম, ভোটটি সেই পেল কিনা; তা ইভিয়েমের মাধ্যমে নিশ্চিত হওয়ার যথেষ্ট সুযোগ আছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাদশা বলেন, “মেয়র পদে এখানে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এমন বলার কোনো অবকাশ নেই। কারণ আমাদের যিনি মেয়র প্রার্থী, তিনি এবার বিজয়ী হলে তৃতীয়বারের মতো নির্বাচিত হবেন। সুতরাং তার অভিজ্ঞতার সঙ্গে অন্য কোন প্রার্থীর তুলনা করা চলে না। ফলে জনগণের বিবেচনায় আমাদের মেয়র প্রার্থী অনেকাংশে এগিয়ে আছেন।”

এসময় নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলার সভাপতি অধ্যাপক তসলিমা খাতুনও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS