ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:১০ পূর্বাহ্ন

রাজশাহীর নির্বাচন || কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

  • আপডেট: Tuesday, June 20, 2023 - 7:50 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া হয়।

নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।’

তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সোনালী/জেআর