ঢাকা | মে ৬, ২০২৪ - ১:৪০ অপরাহ্ন

রোববার রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট: Sunday, June 18, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি. মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় এমন তথ্য জানানো হয়েছে।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।

এদিকে রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

সোনালী/জেআর