ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৩০ পূর্বাহ্ন

লিটনের পক্ষে আদিবাসী পরিষদের প্রচারণা

  • আপডেট: Thursday, June 15, 2023 - 12:15 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছে আদিবাসীদের অন্যতম বৃহত্তর সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ।

গত মঙ্গলবার ও বুধবার শহরের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিষদের রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে এই প্রচারণা চালানো হয়।

এসময় আদিবাসী নেতারা স্থানীয় এলাকার বাড়ি-বাড়ি গিয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে মেয়র হিসেবে নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট চান।

প্রচারণায় অংশগ্রহণ করেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদের পবা উপজেলার সভাপতি মুকুল বিশ্বাস, সাধারণ সম্পাদক ছোটন সরদার, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত মিঞ্জ প্রমুখ।