ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে হাতে হারিকেন নিয়ে বিএনপির পদযাত্রা

  • আপডেট: Tuesday, June 13, 2023 - 8:32 pm

স্টাফ রিপোর্টার: লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘সরকারের দুর্নীতির’ প্রতিবাদে রাজশাহীতে পদযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে নগরীর ভুবনমোহন পার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা পদযাত্রা বের করে।

পদযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হেতেমখাঁ এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে এসে শেষ হয়।

এসময় বিএনপির নেতাকর্মীদের হাতে হারিকেন দেখা যায়।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্যসচিব মামুন উর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

সোনালী/জেআর