ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:০৭ অপরাহ্ন

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Tuesday, June 13, 2023 - 7:00 pm

অনলাইন ডেস্ক: নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় সুজন চন্দ্র ভৌমিক (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কে সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন উপজেলার বড়গাছা ইউনিয়নের কাটরাশাইন গ্রামের রবীন্দ্রনাথ ভৌমিকের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরের পর নিহত সুজন রাণীনগর উপজেলা সদর থেকে আবাদপুকুর সড়ক হয়ে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পথে সোনাকানিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সুজন নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোনালী/জেআর