ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:২৩ পূর্বাহ্ন

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

  • আপডেট: Tuesday, June 13, 2023 - 8:45 pm

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠিয়েছেন।

এ ছাড়া দেশটির অন্যতম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিদের জন্যও সুস্বাদু এ ফল পাঠানো হয়েছে। খবর বাসসের।

বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেও ভারতের বিশিষ্টজনকে আম উপহার দিয়েছেন।

এ বছর উপহারের ঝুড়িতে রয়েছে রাজশাহী অঞ্চল থেকে সংগ্রহ করা হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্টদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।

গত বছরও ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছা হিসেবে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক হাজার কেজি আম্রপালি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনালী/জেআর