ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

সমুদ্রসৈকতে নজর কাড়লেন সানি

  • আপডেট: Friday, June 9, 2023 - 6:23 pm

অনলাইন ডেস্ক: সবুজ-কালো টাই এন্ড ডাই মনোকিনিতে নিজেরই ছন্দে মাতলেন সানি। আলাদা আলাদা মনোকিনি ও বিকিনিতে ফ্যানেদেরকে মাতিয়ে রাখলেন অভিনেত্রী।

সমুদ্রসৈকতে বোহো স্টাইলের মাল্টিকালারের বিচ কস্টিউমে অভিনেত্রী। এক অন্য রকম লুকে নজর কাড়লেন আবারও।

ফের অন্য় রকম হট মনোকিনিতে অভিনেত্রী। সাদা-কালো মনোকিনিতে মাথায় ফুলের টিয়ারা পড়ে সমুদ্রপাড়ে পারদ চড়ালেন তিনি।

মাল্টিকালার মনোকিনিতে সুইমিং পুলে নামলেন সানি। তার ছেলেমেয়েদের দেখতে দেখতে ফটোশ্যুটে মগ্ন তিনি।

সুইমিং পুলে ফ্লোটিং ব্রেকফাস্ট নিয়ে নামলেন অভিনেত্রী। সেখানে নেমে কালো মনোকিনিতে সিজলিং ফটোশ্যুটে করেছেন তিনি।

সানি লিওনি মলদ্বীপে গিয়েছেন ছুটি কাটাতে। সেখানেই প্রিয় ব্লু বিকিনিতে সমুদ্রের ধারে ফটোশ্যুটে ব্যস্ত অভিনেত্রী।

মলদ্বীপ অভিনেত্রীর প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা। সমুদ্রপাড়ে ফটোশ্যুট করলেন অভিনেত্রী।

সেখানকার অনেক ছবিই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বাংলাদেশ জার্নাল/এমএস

সোনালী/জেআর