ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৫:০৮ পূর্বাহ্ন

নাটোরে নার্সের পোশাক পরে থেকে নবজাতক চুরির অভিযোগ

  • আপডেট: Friday, June 9, 2023 - 6:40 pm

অনলাইন ডেস্ক: নাটোর সদর হাসপাতাল থেকে একটি নবজাতক চুরির অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে নবজাতককে নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত এক নারী।

এ সময় ওই নারী নার্সের পোশাক পরা ছিল।

পুলিশ জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশের স্ত্রী হাসনা হেনা বেগমের (২২) বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথা ওঠে। সকাল ৮টার দিকে স্বজনরা তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ওই দিন সকাল ১১টা ২০ মিনিটে একটি কন্যা সন্তান প্রসব করেন হাসনা হেনা। হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই নবজাতককে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে শিশুটির দাদি খাইরুন নাহারের কাছ থেকে এক নারী নার্সের অ্যাপ্রোন পরে ওই শিশুটিকে চেকআপের কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যান।

দীর্ঘ সময়েও না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু নার্সের পোশাক পরা ওই নারীকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় শিশুটির স্বজনরা।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, নবজাতক চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, নবজাতক চুরির ঘটনায় তদন্ত চলছে। নবজাতকের বাব-মাসহ স্বজনদের বক্তব্য নেওয়া হয়েছে।

সোনালী/জেআর