ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

মিরপুর চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন

  • আপডেট: Thursday, June 8, 2023 - 6:40 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর মীরপুর জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটির বয়স ২ বছর। তার বাড়ি নওগাঁয়। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।

সোনালী/জেআর