ঢাকা | মে ১৬, ২০২৫ - ২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

নগর পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জন গ্রেফতার

  • আপডেট: Thursday, June 8, 2023 - 6:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে বোয়ালিয়া মডেল থানা-১ , রাজপাড়া থানা-৩ , চন্দ্রিমা থানা-১ , মতিহার থানা-১ , কাটাখালী থানা-১ , পবা থানা-১ , কশিয়াডাঙ্গা থানা-৩ ও দামকুড়া থানা-১ জনকে গ্রেফতার করে।

এর মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে মোট ১১.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS