ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

প্রক্সি দিতে গিয়ে আটক হওয়া সেই রাবি ছাত্র বহিষ্কার

  • আপডেট: Wednesday, June 7, 2023 - 8:39 pm

অনলাইন ডেস্ক: ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র স্বপন হোসাইনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাবির রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে যান স্বপন। সন্দেহজনকভাবে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি প্রক্সির বিষয়টি স্বীকার করেন।

পরে স্বপনসহ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তাও রয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

সাময়িক বহিষ্কার হওয়া স্বপন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের ১৩৫ নম্বর রুমে রোল- ২৪০৯৬-এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে আটক হন।

সোনালী/জেআর