ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৪২ পূর্বাহ্ন

বাজেটে কর্মসংস্থানের সুনির্দিষ্ট নির্দেশনার দাবি

  • আপডেট: Wednesday, June 7, 2023 - 12:22 am

স্টাফ রিপোর্টার: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবমৈত্রীর উদ্যোগে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ যুবমৈত্রীর সভাপতি ওমর ফারুক সুমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ রাসেল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো: হান্নান, কেন্দ্রীয় নেতা মো ,শাহিন, শাফিউর রহমান সজীব, আম্ভিক মন্ডল প্রমুখ।

সোনালী/জেআর