ঢাকা | এপ্রিল ৬, ২০২৫ - ১২:৫৬ পূর্বাহ্ন

শূন্য || গাজালা মাহমুদ

  • আপডেট: Saturday, June 3, 2023 - 3:32 am

সমুদ্র নাই হাওর আছে, কাজল বলতে কালি,

জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি… ।

কাঠালপাতায় সংসার আছে চড়ুইভাতির খেলা

ঘরের ছাউনি বাঁধতে গিয়ে গড়িয়ে যাচ্ছে বেলা!

গড়িয়ে যাচ্ছে বৃষ্টি এলেই ঘরের ভেতর পানি

ডানে বায়ে অভাব আমার ভীষণ টানা টানি।

একটা মায়ার চাদর, তাতে দুঃখের জোড়াতালি,

জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি…।

 

সোনালী/জেআর

Proudly Designed by: Softs Cloud