ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:৫২ অপরাহ্ন

আইফোন তৈরি হবে ভারতে

  • আপডেট: Saturday, June 3, 2023 - 3:22 am

অনলাইন ডেস্ক: ঠিকাদারি ভিত্তিতে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

ওই কারখানায় আইফোন তৈরি করা হবে বলে জানা গেছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানা স্থাপন করছে ফক্সকন। ইতিমধ্যে রাজ্য সরকার জমি বুঝিয়ে দিয়েছে।

আগামী বছরের এপ্রিলে ওই কারখানায় আইফোন উৎপাদনের কথা রয়েছে বলে জানায় কর্ণাটক রাজ্য সরকার।

কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। ওই অঞ্চলে কারখানা প্রতিষ্ঠা পেলে ৫০ হাজারের মতো মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনে করোনা সংক্রমণ নিয়ে কড়াকড়ির কারণে অ্যাপলসহ বিশ্বের নামীদামি বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান দেশটি থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো ভারতমুখী হচ্ছে।

 

 

 

 

সোনালী/জেআর