ঢাকা | মে ১০, ২০২৫ - ৩:১৮ পূর্বাহ্ন

ঢাকায় মুক্তি পেল ‘দ্য লিটল মারমেইড’

  • আপডেট: Saturday, May 27, 2023 - 10:00 am

অনলাইন ডেস্ক: মুক্তির আগেই রেকর্ড গড়েছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের নতুন ছবি ‘দ্য লিটল মারমেইড’। গত মার্চে ছবিটির ট্রেলার প্রকাশের পর রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।

২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ একদিনে বিশ্বব্যাপী ১০৮ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে ট্রেলারটি। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পেল ছবিটি। দেশের দর্শকদের জন্যও একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

রূপকথার জাদুকর ডেনিশ লেখক এবং কবি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের বিশ্বখ্যাত গল্প অবলম্বনে ওয়াল্ট ডিজনি পিকচার্সের নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’। হলিউডের বিখ্যাত পরিচালক রব মার্শাল সিনেমাটি পরিচালনা করেছেন।

‘দ্য লিটল মারমেইড’ ১৯৮৯ সালে মুক্তি পাওয়া হলিউডের জনপ্রিয় ও দারুণ অর্থ উপার্জনকারী একটি আইকনিক চলচ্চিত্র। সেই ছবি আবারও নতুন প্রজন্মের দর্শকদের জন্য নির্মিত হয়েছে নতুনভাবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS