ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:০২ পূর্বাহ্ন

মাদকের টাকা না পেয়ে বাবা-চাচকে মারধর, দাদাকে ছুরিকাঘাত

  • আপডেট: Friday, May 26, 2023 - 10:55 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার গাবতলীতে নেশার টাকা না পেয়ে আলম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে বাবা-চাচাকে মারধর ও দাদাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার গড়েরবাড়ি গ্রামের মৃত শুকর আলীর ছেলে সাহেব আলী (৬৫), তার দুই ছেলে জিয়াউর রহমান (৪৫) ও জহুরুল ইসলাম (৪০)। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন। তিনি জানান, আলম নেশায় আসক্ত। তিনি নানা অজুহাতে ২০ হাজার টাকা দাবি করেন।

শুক্রবার সন্ধ্যায় টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা জিয়াউর ও চাচা জহুরুলকে তিনি মারধর শুরু করেন। এই সময় দাদা সাবেহ আলী ছেলেদের রক্ষায় এগিয়ে আসেন।

তখন তাকে ছুরিকাঘাত করেন আলম। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত আলম পলাতক রয়েছেন।

সোনালী/জেআর