ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১:১৭ অপরাহ্ন

স্ত্রী-সন্তানসহ রক্ষা পেলেন ঢাকাস্থ পাকিস্তানের উপহাইকমিশনার

  • আপডেট: Friday, May 26, 2023 - 8:00 pm

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপহাইকমিশনার কামার আব্বাস খোখরের প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ সংঘর্ষ হয়। প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য সপরিবারে রক্ষা পেয়েছেন কামার আব্বাস।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে স্ত্রী রেহেনা সারোয়ার, ছেলে মোহাম্মদ খোখর ও মেয়ে হুদা আব্বাস খোখরকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন পাকিস্তানের উপহাইকমিশনার।

তিনি নিজে প্রাইভেটকার চালাচ্ছিলেন। বিজয়নগর রামপুর ব্রিজ এলাকায় তাঁদের প্রাইভোটকারের সঙ্গে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) সংঘর্ষ হয়।

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে। চালক সাইফুল ইসলামকে (৩০) আটক ও বাসটি জব্দ করা হয়েছে। সাইফুল হবিগঞ্জের শফিকুল ইসলামের ছেলে।

পরে অন্য একটি গাড়ির মাধ্যমে পাকিস্তানের এ কূটনীতিক ও তাঁর স্ত্রী-সন্তানদের মৌলভীবাজারে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

সোনালী/জেআর