ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:৫৯ অপরাহ্ন

যুবমৈত্রীর ঢাকা দক্ষিণের নেতৃত্বে সুমন-রাসেল

  • আপডেট: Friday, May 26, 2023 - 7:51 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুবমৈত্রীর ঢাকা দক্ষিণের ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ওমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক হিসেবে মাইনুদ্দীন আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: হান্নান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকালে আয়োজিত একটি প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মুক্তার হোসেন নাহিদ। সঞ্চালনা করেন মনোজ বাড়ৈ।

এ সময় যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক তাপস দাস, সহ-সভাপতি কায়সার আহমেদ, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক আল-আমিন মাহাদি, দপ্তর সম্পাদক মাহমুদ রানা তরুণসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস