ঢাকা | মে ৩, ২০২৫ - ৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম

সামান্য আর্থিক চাপে আছি, ভয় পাবেন না: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট: Wednesday, May 24, 2023 - 4:32 pm

অনলাইন ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য আর্থিক চাপে আছি।

ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই।

বুধবার (২৪ মে) মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারব, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারব। আরও অনেক কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, হাওরের জলাভূমিতে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়িঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার বিষয়ে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর ওপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান।

পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS