ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৭:২০ অপরাহ্ন

লিটনের প্রথম প্রচারণা হবে জোটগত, কর্মীসভা ২৫ মে

  • আপডেট: Tuesday, May 23, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রথম প্রচারণা ১৪ দলগতভাবে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে জোটের সক্রিয়তা বাড়াতে আগামী ২৫ মে ১৪ দলের কর্মীসভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রানীবাজারস্থ খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত রাজশাহী ১৪ দলের বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম নেতা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। উপস্থিত ছিলেন রাজশাহী ১৪ দলের সমন্বয় ও সিটি নির্বাচনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আগামী ২ জুন। ওইদিন থেকেই মূলত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা করতে পারবেন। এ নির্বাচনে নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন প্রতীক পাওয়ার পর তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ১৪ দলগতভাবে।

আগামী ২ জুন বিকাল চারটায় শহরের বাটার মোড় সংলগ্ন ‘জয় বাংলা চত্বর’ থেকে এই প্রচারণা শুরু হবে বলে জানানো হয়েছে। এতে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এছাড়াও বৈঠক থেকে আগামী নির্বাচনে ১৪ দলের কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করতে আগামী ২৫ মে কর্মীসভা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এদিন বিকাল চারটায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ন্যাপ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামিণিক, জেলা ন্যাপের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রদীপ মৃধা, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, জাসদ মহানগরের দপ্তর সম্পাদক গাজী মো: আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস