ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ২:৩৩ অপরাহ্ন

শিরোনাম

নাটোরে থানায় মির্জা ফখরুল ও চাঁদের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট: Tuesday, May 23, 2023 - 9:15 pm

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে নাটোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

তাদের গ্রেপ্তার করা না হলে যে কোন সময় দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে এজাহারে।

সোমবার রাতে নাটোর থানায় অভিযোগটি দায়ের করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান একটি লিখিত অভিযোগ নিয়ে এলে তা গ্রহণ করা হয়। উল্লেখিত অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ মে আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে রাজশাহীর পুঠিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখেন।

এর প্রতিবাদে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পালিত হচ্ছে।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপি নেতারা ক্ষমতার লোভে যে কোন ঘটনা ঘটাতে পারে। বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে বিএনপি জড়িত ছিল।

তারা সুযোগ পেলে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকেও ছাড় দেবে এমনটা ভাবা ঠিক না। তাই মির্জা ফখরুলসহ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনালী/জেআর