ঢাকা | এপ্রিল ২৮, ২০২৪ - ৬:২৩ অপরাহ্ন

২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • আপডেট: Monday, May 22, 2023 - 11:00 am

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ২৯ ‍দিনের ছুটি শুরু হতে যাচ্ছে। ৭ জুন শুরু হয়ে এ ছুটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।

রবিবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে ২৯ ‍দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কোনও বিভাগ চাইলে তাদের পরীক্ষা ছুটির মধ্যে নিতে পারবেন। এতে প্রশাসনের কোনও বাঁধা থাকবে না। পরীক্ষার বিষয়ে বিভাগ যেটা মনে করবে তাঁরা সেটা করতে পারবে।

তিনি আরও জানান, অফিস বন্ধ থাকবে ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। পরে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অফিসের সকল কার্যক্রম চলমান থাকবে। পূনরায় ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে।

এই দীর্ঘ ছুটিতে আবাসিক হল বন্ধ থাকবে কি না? এমটি জানতে চাইলে তিনি জানান আবাসিক হল বন্ধের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সোনালী/জেআর