ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৩৮ পূর্বাহ্ন

চাঁদের বিরুদ্ধে আরও এক মামলা, বাদী পুলিশ

  • আপডেট: Monday, May 22, 2023 - 11:40 pm

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

সোমবার রাতে কাশিয়াডাঙ্গা থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন এসআই আরমান হোসেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপকমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

এতে আবু সাঈদ চাঁদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এসময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’