ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:২৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে রাস্তার পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ

  • আপডেট: Saturday, May 20, 2023 - 1:00 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) সকালে উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাইদুল ইসলাম বগুড়া শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন সাধোর ছেলে। পেশায় তিনি একজন ওয়েল্ডিং মিস্ত্রি।

সাইদুল ইসলামের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার (১৯ মে) সকাল ৯টার দিকে তার স্বামী কাজ করার উদ্দেশে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেনি।

স্বামীর মোবাইলে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পেয়েছেন। এদিকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এলাকায় খবর নিয়ে জানতে পারেন তার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় প্রসাশনের কাছে স্বামী হত্যার বিচারের দাবি জানাচ্ছি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বেলাই গ্রামের রাস্তার পাশে সাইদুলের মরদেহ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়।

সোনালী/জেআর