ঘূর্ণিঝড় ‘মোকা’: মিয়ানমারে নিহত বেড়ে দাঁড়াল ১৪৫
অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোকা’র আঘাতে মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৪৫-এ দাঁড়িয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জান্তা সরকার। খবর এএফপির
বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে সবমিলিয়ে ১৪৫ জন নিহত হয়েছে। তার মধ্যে ৪ জন সেনাসদস্য, ২৪ জন স্থানীয় বাসিন্দা ও ১১৭ জন রোহিঙ্গা রয়েছেন।
এদিকে ঘূর্ণিঝড় মোকায় ৪০০ রোহিঙ্গা নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে এসব খবর মিথ্যা বলে দাবি করেছে মিয়ানমার সরকার। বিবৃতি তারা বলেছে, এমন খবর প্রকাশ করা সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোনালী/জেআর