ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত যুবক

  • আপডেট: Friday, May 19, 2023 - 6:40 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে মো. রুহুল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের পার্শ্বে ৬৪নং রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, শুক্রবার রুহুল আমিন লাইনের উপর বসে ছিলেন।

এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জেআর