ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট: Thursday, May 18, 2023 - 5:40 pm

অনলাইন ডেস্ক: নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম চাপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নূর মহম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল।

এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে বৃহস্পতিবার রাকিবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS