ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

দুই শতক জমি নিয়ে দ্বন্দ্ব, গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট: Wednesday, May 17, 2023 - 3:00 pm

অনলাইন ডেস্ক: বগুড়ায় দুই শতক জমি নিয়ে বিরোধের জেরে জীবন নাহার (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মারা যান। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

নিহত জীবন নাহার উপজেলার কুটুরবাড়ি গ্রামের মো. পলাশের স্ত্রী। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জীবন নাহারের স্বামী মো. পলাশ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী পুলিশ সদস্য আবেদুর রহমানের সঙ্গে দুই শতক জমি নিয়ে মামলা চলছে। এ নিয়ে প্রায়ই তিনি হুমকি-ধামকি দিতেন। বুধবার সকালে আমার স্ত্রী মাঠ থেকে বাড়ি ফিরছিলেন।

এই সময় আবেদুরসহ তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও তার ছেলে কনক আমার স্ত্রীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। এতে আমার স্ত্রী গুরুতর আহত হয়। উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার স্ত্রীকে তারা নির্মমভাবে হত্যা করেছেন। আমি তাদের ফাঁসি চাই।

সোনালী/জেআর