ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:৪৩ পূর্বাহ্ন

পরীক্ষা খারাপ হওয়ায় বকুনি, ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট: Tuesday, May 16, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: বগুড়ার কাহালুতে পদার্থ বিজ্ঞান পরীক্ষা খারাপ হওয়ায় খাদিজা খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাটিহাস গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিজা ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ।

খাদিজার ভাই নাজমুল সাকিব বলেন, খাদিজা কয়েকটা পরীক্ষায় খারাপ করেছিল। সর্বশেষ রোববার পদার্থ বিজ্ঞান পরীক্ষায় সে ভালো করতে পারেনি। এ নিয়ে বাবা-মা বকাঝকা করেন। অভিমানে আজ সন্ধ্যার পর গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, পরীক্ষা খারাপ দেওয়ায় বাবা-মা তাকে বকাঝকা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অজান্তে সে আত্মহত্যা করেছে।

সোনালী/জেআর