ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৪০ পূর্বাহ্ন

উন্নয়নের বার্তা নিয়ে লিটনের পক্ষে মাঠে নামল ওয়ার্কার্স পার্টি

  • আপডেট: Monday, May 15, 2023 - 8:55 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আবারও নির্বাচিত করার লক্ষ্যে মাঠে নেমেছে মহানগর ওয়ার্কার্স পার্টি।

সোমবার বিকালে শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট, সোনা দীঘি মোড়সহ বিভিন্ন এলাকায় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উন্নয়ন সম্বলিত লিফলেট করেছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।

এ সময় তারা সাধারণ মাঝে রাজশাহীর সমন্বিত উন্নয়নের কথা তুলে ধরেন এবং এই অগ্রযাত্রার ধারাবাহিকতাকে রক্ষা করতে আগামী সিটি নির্বাচনে আবারো খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সম্পাদকমন্ডলীর সদস্য সিরাজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, মহানগর সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন, শামীম ইমতিয়াজ, আলী আক্তার তপন, শাহীনুর বেগম প্রমুখ।

সোনালী/জেআর