ঢাকা | মে ১৫, ২০২৫ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

থাইল্যান্ডের সৈকতে অন্য রূপে দেখা মিলল তানজিন তিশার

  • আপডেট: Sunday, May 14, 2023 - 2:24 am

অনলাইন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ভ্রমণ, কাজের খবর, উৎসব-পালাপার্বণ বা নিছকই শখের ফটো সেশন- বহু মুহূর্ত ভক্তদের জন্য তুলে ধরতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ ব্যবহার করে থাকেন তিশা।

এবারও ফেসবুকে তিশাকে দেখা গেল থাইল্যান্ডের ফি ফি সৈকতে।

সাগরের নীল জলরাশি আর নীল আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়েছে, থাইল্যান্ডের সেই ফি ফি সৈকতে গিয়েছিলেন তানজিন তিশা।

ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘বেবিগার্ল, তুমি নিশ্চই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ’।

অবশ্য কোন গল্প বা তার শুরু কোথায়, তা জানাননি এই অভিনেত্রী।

পশ্চিমা পোশাক বরাবরই পছন্দ তিশার। তাই ছবিতেও কালো রঙয়ের পোশাক পরা তিশার চোখ ঢাকা কালো চশমায়। কানে বাহারি রঙের লম্বা দুল।

ঘুরে বেড়ালেও এই অভিনেত্রীর কাজের সংখ্যাও কম নয়। তবে গত বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদে তিশার এক ডজন নাটক প্রচার হলেও চলতি বছরে প্রচার হয়েছে মাত্র তিনটি।

এ বিষয়ে তিশার ভাষ্য, বেছে বেছে কাজ নিচ্ছেন তিনি। এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে পা রাখতে চান ওটিটিতেও।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS