ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৫:২৬ অপরাহ্ন

কৃষক সমিতির জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে নাটোরে প্রস্তুতি সভা

  • আপডেট: Thursday, May 11, 2023 - 8:22 pm

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ ও ৩১ মে নাটোরে জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনটির নাটোর জেলা কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় জেলা পরিষদের ডাক বাংলোয় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় তিনি কৃষক সমিতির আসন্ন জাতীয় সম্মেলন সফল করতে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তার বক্তব্যের প্রেক্ষিতে কৃষক সমিতিসহ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ কৃষকদের ঐক্যবদ্ধ করে সম্মেলনকে সাফল্যমন্ডিত করার জন্য একাট্টা হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠন সূত্রে জানা গেছে, এবার জাতীয় কৃষক সমিতির ৭ম সম্মেলন অনুষ্ঠিত হবে নাটোরের পুরাতন বাস স্ট্যান্ড কানাইখালিতে। আগামী ৩০ ও ৩১ মে দুই দিনব্যাপী আয়োজিত সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে ৩০ মে বিকাল ৩টায়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা আছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। বিশেষ অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ। সভাপতিত্ব করবেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান মানিক।

জাতীয় কৃষক সমিতির নাটোর জেলা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আইনজীবী লোকমান হোসেন বাদল, রাজশাহী জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মতিউর রহমান তপন, জাতীয় শ্রমিক ফেডারেশনের নাটোর জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, যুবমৈত্রীর নাটোর জেলার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাগাতিপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী প্রমুখ। সভা সঞ্চালনা করেন জাতীয় কৃষক সমিতির নাটোর জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম।

সোনালী/জগদীশ রবিদাস