ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:৩২ পূর্বাহ্ন

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট: Wednesday, May 10, 2023 - 12:00 am

অনলাইন ডেস্ক: বগুড়ায় পূর্ব বিরোধের জেরে নাহিদ শেখ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম বেলতলায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ শেখ শহরের মালগ্রাম ডাবতলা এলাকার ঝন্টু শেখের ছেলে। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শকিমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

নাহিদের ভাতিজা সিজু মণ্ডলের দাবি, বগুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের সঙ্গে বালু ও ইট সরবরাহ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানান, মালগ্রাম ঈদগাহ মাঠের সামনে আদর্শ কলেজে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মাটি সরবরাহের কাজ করছেন। সেখানে বিএনপি নেতা শরিফুল ইসলাম রতন বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন নাহিদ বিএনপি ওই নেতাকে কাজে বাঁধা দিতে নিষেধ করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাহিদ খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সোনালী/জেআর