ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৭ পূর্বাহ্ন

দোকানের সামনে ঝুলছিল পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ

  • আপডেট: Wednesday, May 10, 2023 - 1:15 pm

অনলাইন ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে শ্রী হাকিম বাশফোর (৩৮) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর (সুইপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে উপজেলা বাসস্ট্যান্ডের একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাকিম উপজেলার গার্লস স্কুল পাড়া বাসিন্দার মৃত কেদার বাশফোরের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, রাতে মদপান করে বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানের সামনে স্থানীয়রা তাকে ঘুমাতে দেখেন।

পরে আজ সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানের পর তিনি আত্মহত্যা করেছেন।

সোনালী/জেআর