ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১২:৪৭ অপরাহ্ন

গ্রেফতারের পর ইমরানের প্রথম ছবি প্রকাশ, যেখানে আছেন তিনি

  • আপডেট: Wednesday, May 10, 2023 - 3:19 pm

অনলাইন ডেস্ক: নাটকীয়ভাবে গ্রেফতারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম ছবি প্রকাশ হয়েছে। এই ছবিতে ৭০ বছর বয়সী খানকে ইসলামাবাদের পুলিশ লাইনের একটি কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এখানেই তার শুনানি শুরু হয়েছে। খবর জিও টিভির।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স।

বুধবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ইমরান খানকে কোথায় রাখা হয়েছে সেই প্রশ্ন তোলে। এক টুইটে পিটিআই বলে, ইমরান খানকে কেন আইনি সহায়তা গ্রহণ করতে দেওয়া হচ্ছে না, আইনজীবী এবং দলের সিনিয়র নেতাদের কেন তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, কেন পুলিশ লাইন হাউসকে সাময়িক আদালত রূপান্তরিত করা হচ্ছে, ইমরান খানকে কেন লুকিয়ে রাখা হচ্ছে?

এদিকে একটি খবরে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খানকে ইসলামাবাদের একটি আদালতে হাজির করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর প্রাক্তন প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছেন। ইমরান খানের আইনজীবীরা এটার বিরোধিতা করেছেন। শুনানি বর্তমানে স্থগিত রয়েছে।

সোনালী/জেআর