ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীর পদ্মা নদী থেকে তরুণের লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, May 6, 2023 - 5:40 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বাঘার পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২২) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পাকুড়িয়া ইউনিয়নের বিজিবি ক্যাম্পের ১ কিলোমিটার দক্ষিনে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতেদর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার গুনারি গ্রামে। নিহতরে বাবা উদয় বিশ্বাস জানান, গত বুধবার সকালের দিকে চুল কাটানোর উদ্দেশে বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নেপাল।

পরে আর ফিরে আসেননি। খোঁজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় বাঘা থানায় জিডি করেন। শনিবার সকালে পদ্মায় তার ভাসমান মরদেহ উদ্ধার করে শনাক্ত করেন। তার কাছে থাকা অ্যানড্রোয়েড ফোন ও টাকার সন্ধান পাওয়া যায়নি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালী/জেআর