ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৮:৪৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

  • আপডেট: Thursday, May 4, 2023 - 9:00 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়নে পৃথক পৃথকভাবে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪০), চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫) ও দেবীনগর ইউনিয়নের ইসারুল ইসলাম (৪২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এছাড়া চরবাগডাঙ্গা এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রফিকুল এবং দেবীনগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসারুলের মৃত্যু হয়।

 

সোনালী/জেআর