ঢাকা | মে ১৭, ২০২৫ - ৮:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর সুস্বাদু আমের প্রথম চালান যাচ্ছে ইতালি

  • আপডেট: Wednesday, May 3, 2023 - 9:22 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘা থেকে এবার আগাম জাতের চোষা আমের প্রথম চালান যাচ্ছে ইতালি। আজ বুধবার সন্ধ্যায় ৩০০ কেজি আম ঢাকায় পাঠানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম ইতালি পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, উপজেলার আম উৎপাদনকারি প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম (ছানা) ৩০০ কেজি আম প্যাকেজিং করে ঢাকায় পাঠিয়েছেন। ঢাকা থেকে আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে ইতালি পাঠানো হবে। আমগুলো দেশি গুটি জাতের চোষা আম।

সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম বলেন, চোষা জাতের আম আগাম হয়। খেতেও খুব সুস্বাদু। স্থানীয়ভাবে চাহিদা বেশি। এই আমটা এবারই প্রথম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রফতানির চেষ্টা করছি।

৩০০ কেজি আম আমার এখান থেকে যাচ্ছে। রাজশাহীর লোকাল মার্কেটে বেশি দাম হলেও ১০০ টাকা কেজি দরে রপ্তানির জন্য বিক্রি করছি। আমরা চাচ্ছি এই আম রপ্তানি হোক।

ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি ইসমাইল হোসেন সাগর জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে যাত্রীবাহী বিমানে এই আম ইতালি পাঠানো হবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS