ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:২৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর মোড়ে ওয়ার্কার্স পার্টির কর্মি সমাবেশ ৬ মে

  • আপডেট: Saturday, April 29, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: সম্প্রতি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ শেষ করে রাজশাহীতে নতুনভাবে সাংগঠনিক শক্তির জানান দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আগামী গুরুত্বপূর্ণ দু’টি নির্বাচনকে সামনে রেখে এবার তৃণমূলে নিজেদের সাংগঠনিক সক্রিয়তা বাড়াতে মাঠে নামতে যাচ্ছে ১৪ দলীয় জোটের অন্যতম এ শরিক দল।

ইতিমধ্যেই আগামী মে মাসের ৬ তারিখে শহরের লক্ষ্মীপুর মোড়ে কর্মি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ওয়ার্কার্স পার্টি। আজ শনিবার সন্ধ্যায় শহিদ জামিল স্মৃতি সংসদে আয়োজিত দলের রাজপাড়া থানা কমিটির সভা থেকে এই কর্মি সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

এ নিয়ে জানতে চাইলে দেবু বলেন, সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশার উন্নয়ন কর্মকাণ্ড প্রচার ও দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে আমাদের মাঠে নামার পরিকল্পনা ছিল। “মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের দাবিতে, জনগণের সাথে চলো” এই স্লোগানকে সামনে রেখে সাংগঠনিক সব থানাতেই পর্যায়ক্রমে কর্মি সমাবেশ করা হবে। আশা করি, রাজশাহীর সাধারণ জনগণ আমাদের এই কর্মসূচিতে সাড়া দিয়ে পাশে থাকবে।

রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনিরূদ্দীন পান্নার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মাসুম আক্তার অনিক, আব্দুল খালেক বকুল, মোখলেছুর রহমান মুকুল, তৌহিদ উদ্দীন বিদ্যুৎ, মাসেন ঘোষ গোলাম রসুল গোলাপ প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস