ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে যুবমৈত্রী ও জাতীয় যুবজোটের চা চক্র

  • আপডেট: Thursday, April 27, 2023 - 8:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক টেবিলে চা চক্রে মিলিত হয়েছেন ঐতিহ্যবাহী দুই যুব সংগঠন যুবমৈত্রী ও জাতীয় যুব জোটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বাটার মোড় এলাকায় এ দুই সংগঠনের মহানগর কমিটির নেতাকর্মীরা চা চক্রে মিলিত হন।

চা চক্রে রাজশাহীর সকল প্রগতিশীল যুব সংগঠনগুলোর সমন্বয়ে যুব সংগ্রাম পরিষদ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও আগামী দিনে আদর্শিভিত্তিক রাজনৈতিক ঐক্য ১৪ দলীয় জোটের কার্যক্রমকে শক্তিশালী করতে লড়াই-সংগ্রামের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি শরীফুল ইসলাম সুজন, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুল হাসান সুমন, রাজশাহী মহানগরের সভাপতি ও রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, মহানগর যুবজোটের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা টুটুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান প্রমুখ।

সোনালী/জেআর