সোনালী সংবাদ

দ্বিতীয় দিনেও দর্শক আগ্রহে ‘লোকাল’

অনলাইন ডেস্ক: ঈদে পলিটিক্যাল-থ্রিলার ঘরানার গল্পে নির্মাতা সাইফ চন্দন নির্মাণ করেছেন সিনেমা ‘লোকাল’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ। সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক আগ্রহে রয়েছে সিনেমাটি।

প্রথম দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি হাউজফুল গেছে। অন্যান্য প্রেক্ষাগৃহগুলোতেও চোখে পড়ার মতো দর্শক ছিল বলে জানা গেছে। দ্বিতীয় দিনও প্রেক্ষাগৃহগুলোর চিত্র ছিল একই।
রবিবার বসুন্ধরা শাখার স্টার সিনেপ্লেক্সে ছিল হাউজফুল।

নিদিষ্ট সময়ের আগেই ‘লোকাল’র টিকিট শেষ হয়ে যায়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সিনেপ্লেক্সের ম্যানেজার। এদিন অনেকেই টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন বলে জানা গেছে। এমন সাড়ায় উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে নির্মাতা সাইফ চন্দন গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ ট্রেলার, গানের পর এবার সিনেমাটিও দর্শক পছন্দ করছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছি। সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। এ ধারা বজায় থাকলে ঈদের ব্যবসা সফল সিনেমার মধ্যে অন্যতম হবে এটি।

ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ।

‘লোকাল’ সিনেমাটিতে বুবলী ও আদর আজাদ ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

সোনালী/জেআর

Exit mobile version