ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৭:৪৯ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Sunday, April 23, 2023 - 3:45 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় রাজা মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া একই উপজেলার আমরুল ফুলকোট গ্রামের মৃত শুকর আলী ছেলে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদিন ।

তিনি জানান, টিআর পরিবহনের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজা মহাসড়কে ছিটকে পড়েন। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর জয়নাল আবেদিন আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি। মোটরসাইকেল জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোনালী/জেআর