ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৩৩ পূর্বাহ্ন

উল্টো পথে যেতে বাধা দেওয়ায় পুলিশ পেটালেন যুবলীগ নেতা

  • আপডেট: Sunday, April 23, 2023 - 11:15 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়কে উল্টো পথে যেতে বাধা দেওয়ায় হাইওয়ে পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দরে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতার নাম আপেল সরকার। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আপেল সরকার মোকামতলা বন্দরে তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্য তৌহিদ তাকে বাধা দেন।

এতে আপেল সরকার ও তার সঙ্গে থাকা সঙ্গীরা পুলিশ সদস্য তৌহিদের পোশাকের কলার ধরে মারধর করেন ৷ পরে স্থানীয়রা এগিয়ে এসে তৌহিদকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে জানতে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আপেল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোনালী/জেআর

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। এখনও কাউকে আটক করা হয়নি৷