ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৮:১৬ অপরাহ্ন

রাজশাহীসহ দেশবাসীকে বাদশার ঈদের শুভেচ্ছা

  • আপডেট: Saturday, April 22, 2023 - 9:22 am

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা রাজশাহী মহানগরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে তিনি ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে শনিবার সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

ফজলে হোসেন বাদশা বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে ঈদ। ঈদ মানে আনন্দ। তাই, আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। এর মধ্যে দিয়েই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই। সবাইকে ঈদ মোবারক।

সোনালী/জেআর