ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৩:০৪ পূর্বাহ্ন

কমরেড এনামুলের মরদেহে এমপি বাদশার শেষ শ্রদ্ধা

  • আপডেট: Friday, April 21, 2023 - 11:31 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শুক্রবার সকালে শহরের ভুবন মোহন পার্কে রাজশাহীর প্রগতিশীল এই রাজনৈতিক নেতার কফিনে প্রথমে এমপি বাদশা ও পরে মহানগর ওয়ার্কার্স পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন সিপিবির নেতা কমরেড এনামুল হক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে।

আজ শুক্রবার সকাল দশটায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় ভুবন মোহন পার্কের শহীদ মিনারে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জুমা জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

শ্রদ্ধা নিবেদনকালে এমপি বাদশার সাথে এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর