ঢাকা | মে ২, ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

সিপিবি নেতা এনামুলের মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Thursday, April 20, 2023 - 8:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি এনামুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS