ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ১:৩৫ অপরাহ্ন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

  • আপডেট: Thursday, April 20, 2023 - 5:59 pm

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমন হোসেন (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে নলডাঙ্গা-পীরগাছা সড়কের জগদিশপুর বাড়িয়াহাটি শ্মশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার বাড়িয়াহাটি গ্রামের প্রবাসী জাহিদুল ইসলামের ছেলে। তিনি সাধনপুর পগু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে ইমন মোটরসাইকেলে নলডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনালী/জেআর