ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৩:০৮ অপরাহ্ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব শর্ত

  • আপডেট: Wednesday, April 19, 2023 - 2:59 am

অনলাইন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে চালকদের মানতে হবে বেশকিছু শর্ত।

মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে; মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে; কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না; ওভারটেকও করা যাবে না; চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে; কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না; চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবেন।

সবগুলো শর্ত মেনে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে বিষয়টি জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

সোনালী/জেআর